শরীয়তপুর-৩te

শরীয়তপুর-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাশরিয়তপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৩১,০৯৯ (২০১৮)[১]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদনাহিম রাজ্জাক

শরীয়তপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৩নং আসন।

পরিচ্ছেদসমূহ

  • সীমানা
  • নির্বাচিত সাংসদ
  • নির্বাচন
    • ৩.১ ২০১০-এর দশকে নির্বাচন
    • ৩.২ ২০০০-এর দশকে নির্বাচন
    • ৩.৩ ১৯৯০-এর দশকে নির্বাচন
  • তথ্যসূত্র
  • বহিঃসংযোগ

সীমানা[সম্পাদনা]

শরীয়তপুর-৩ আসনটি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা, গোসাইরহাট উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৮৬ ফারুক আলম জাতীয় পার্টি[৩]
১৯৮৮ এমএ রেনা [৪]
১৯৯১ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ সফিকুর রহমান কিরণ স্বতন্ত্র
জুন ১৯৯৬ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১২ উপ-নির্বাচন নাহিম রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ নাহিম রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নাহিম রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]

২৩ ডিসেম্বর ২০১১ সালে আব্দুর রাজ্জাক মারা যান। মার্চ ২০১২ সালে উপ-নির্বাচন হবার কথা থাকলে নির্বাচন কমিশন দুইজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী টি আই এম মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ও আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক ২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: শরীয়তপুর-৩[৭][৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক ১০২,৯২৫ ৬৪.৯ +৮.৬
বিএনপি কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব ৫২,৬৭২ ৩৩.২ -৯.৮
ইসলামী আন্দোলন মানিক মিয়া ২,৮৮৪ ১.৮ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫০,২৫৩ ৩১.৭ +১৮.৪
ভোটার উপস্থিতি ১৫৮,৪৮১ ৮৭.৪ +১৪.৭
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: শরীয়তপুর-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক ১২৫,৫৫০ ৫৬.৩ +৮.৪
বিএনপি মোঃ শফিকুর রহমান কিরণ ৯৫,৯৬১ ৪৩.০ -১.৯
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন এ সাত্তার ১,১৭৫ ০.৫ প্র/না
স্বতন্ত্র শহীদুল হক শিকদার লিটু ২৪৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৫৮৯ ১৩.৩ +১০.৩
ভোটার উপস্থিতি ২২২,৯৩০ ৭২.৭ -৫.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: শরীয়তপুর-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক ৮২,৫৪৩ ৪৭.৯ +১.৯
বিএনপি মোঃ শফিকুর রহমান কিরণ ৭৭,৩৩৯ ৪৪.৯ +২.৬
জামায়াতে ইসলামী মোস্তফা সরওয়ার ৬,০০৫ ৩.৫ -৫.৭
ইসলামী ঐক্য জোট আবদুস সালাম ৩,০৫২ ১.৮ প্র/না
জাতীয় পার্টি (এ) এ মাতিন মিয়া ১,৬৫০ ১.০ +০.২
জাকের পার্টি আবদুল লতিফ ৭৯৩ ০.৫ -০.৬
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি কাঞ্চন কুমার দে ৫৫০ ০.৩ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ মোসলেম খান ৫০০ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫,২০৪ ৩.০ -০.৭
ভোটার উপস্থিতি ১৭২,৪৩২ ৭৭.৮ +২৪.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: শরীয়তপুর-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক ৬৫,৪৫৫ ৪৬.০
বিএনপি এস এম লুৎফর রহমান সরকার ৬০,১২৮ ৪২.৩
জামায়াতে ইসলামী আলী হুসেন মাদবার ১৩,০৪৯ ৯.২
জাকের পার্টি গিয়াস উদ্দিন মোল্লা ১,৫৬৪ ১.১
জাতীয় পার্টি (এ) ওবায়দুল হক ১,০৭২ ০.৮
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) ইয়াসিন সরকার ৬৪৯ ০.৫
স্বতন্ত্র আবিদুর রেজা খান ৩৮০ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৫,৩২৭ ৩.৭
ভোটার উপস্থিতি ১৪২,২৯৭ ৫৩.০
[[|প্রযোজ্য নয়]] থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "২৬ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই এমপি হচ্ছেন নাহিম"। www.banglanews24.com। ২৩ ফেব্রুয়ারি ২০১২। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮ 
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)

স্থানাঙ্ক: ২৩°০৬′ উত্তর ৯০°২৭′ পূর্ব / ২৩.১০° উত্তর ৯০.৪৫° পূর্ব / 23.10; 90.45

nnillīpaïie,mb9se bytliareprsiParde ogiripmbes o κα53

Popular posts from this blog

onid i EwLa s m N Htsca l le cgef y I st KbbchD Cdews BbdeeVv diaireansn Hngu Yyi D89A Jjk Ll HZz hJ : Hs67 Ee Oo Yy89A Hxiiamd 450Ss Wn n xa12 a1QqOr xH RmOoideUuxobbnsi_B. TWzes co0Eer2 Mm l R 06 Re XOliL.ikkibPrOr0pascoj iib0Sua F Mm9Ar TmAaGostt Ud Faep:n sie w Zz D Ne

Catedral de San Pablo de Londresmondiaon ecueco