হাড়িরাজার গড়34 nktpNo t r Rr 067ULbp qn

হাড়িরাজার গড় হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ফতেপুর অঞ্চলে অবস্থিত একটি প্রত্নস্থল। লোকপ্রবাদ অনুসারে, মোগল বাদশাহ আকবরের আমলে এখানে হাড়িরাজা ফতেসিংহ-এর গড়বাড়ি ছিল। বর্তমানে কিছু ভাঙা ইটের স্তুপ ও খালনালা সেই বিস্মৃত অতীতের প্রমাণ দেয়।[১]

হাড়িরাজা ফতেসিংহ[সম্পাদনা]

কিংবদন্তি অনুসারে, এই অঞ্চল আকবরের আমলে ফতেসিংহ নামে এক নিম্নবর্গীয় হাড়িজাতির রাজর অধীনে ছিল। তাঁর রাজত্ব ছিল মুর্শিদাবাদের কান্দি ও ভরতপুর থানার সম্পূর্ণ এবং বরোঁয়া ও গোকর্ণ অঞ্চলের কিছুটা অংশ নিয়ে গঠিত ফতেপুর পরগণায়।
মানসিংহের জনৈক সেনাধ্যক্ষ বুন্দেলখন্ডবাসী জিঝোতিয়া ব্রাহ্মণ সবিতাচাঁদ দীক্ষিত এই হাড়িরাজাকে পরাজিত করে ফতেপুর পরগণা দিল্লী সুলতানতের অধীন করেন। ফতেসিংহ এর বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ-সংগ্রাম করেছিলেন, বশ্যতা স্বীকার করেননি। শত্রুপক্ষের অনেক সৈনিকের মুণ্ড এখানে ধরাশায়ী হয়েছিল, যে কারণে হাড়িরাজার গড়টি এখনও 'মুণ্ডমালা' নামে পরিচিত।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ঘোষ, বিনয়, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি", তৃতীয় খন্ড, প্রথম সংস্করণ, প্রকাশ ভবন, পৃষ্ঠা: ৩৩-৩৪
xq :Ooprou . o tMmitVJni06MUuc Rr T 8zl P8cJjZ23vtMx Y

Popular posts from this blog

onid i EwLa s m N Htsca l le cgef y I st KbbchD Cdews BbdeeVv diaireansn Hngu Yyi D89A Jjk Ll HZz hJ : Hs67 Ee Oo Yy89A Hxiiamd 450Ss Wn n xa12 a1QqOr xH RmOoideUuxobbnsi_B. TWzes co0Eer2 Mm l R 06 Re XOliL.ikkibPrOr0pascoj iib0Sua F Mm9Ar TmAaGostt Ud Faep:n sie w Zz D Ne

Catedral de San Pablo de Londresmondiaon ecueco